আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজার এলাকায় অবস্থিত বাইতুন নাজাত আস-সালাফী জামে মসজিদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আসরের সালাত আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হামযা (রাঃ) ফাউন্ডেশনের মহাপরিচালক এ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর বাইতুন নাজাত আস-সালাফী জামে মসজিদ সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল কালাম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে হামযা (রাঃ) ফাউন্ডেশনের মহাপরিচালক এ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহিদ বলেন,আল কুরআন ও বিশুদ্ধ সহীহ হাদিসের দাওয়াত কেউ দমিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। এই মসজিদ হবে তাওহীদ ও সুন্নাহভিত্তিক দ্বীনি দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ মার্কাজ। যারা এই দ্বীনের মার্কাজ প্রতিষ্ঠার বিরুদ্ধে চক্রান্ত ও বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে দ্বীনি ভাইদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী পরিচালিত মসজিদ সমাজকে যাবতীয় শির্ক ও বিদআত থেকে মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে বাইতুন নাজাত আস-সালাফী জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আবুল কালাম মোল্লা বলেন,“এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; বরং এটি হবে কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা ও হক দাওয়াতের কেন্দ্র। এলাকার সকল দ্বীনি ভাইদের ঐক্যবদ্ধভাবে এই মসজিদের কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে স্থানীয় ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক দ্বীনি ভাই উপস্থিত ছিলেন। পাশাপাশি দূরদূরান্তে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থানরত দ্বীনি ভাইদের নিকট দোয়া কামনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে আশপাশের সকল দ্বীনি ভাইকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য, বাইতুন নাজাত আস-সালাফী জামে মসজিদ যাবতীয় শির্ক ও বিদআতমুক্ত এবং একমাত্র কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী পরিচালিত একটি দ্বীনি প্রতিষ্ঠান।

