স্টাফ রিপোর্টার, নড়াইল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৯ জন কয়েদি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নড়াইল জেল সুপার মোঃ শরিফুল আলম জানান, কারাগারে মোট ২৫৪ জন কয়েদি রয়েছেন, যার মধ্যে ২৪২ জন পুরুষ এবং ১২ জন নারী। এর মধ্যে ২৪২ জন পুরুষ কয়েদির মধ্যে ২২ জন এবং ১২ জন নারী কয়েদির মধ্যে ৭ জন ভোটের জন্য নিবন্ধন করেছেন।
নিবন্ধন করা কয়েদিদের মধ্যে ২৩ জন নড়াইলের, দুইজন যশোরের, দুইজন খুলনার এবং দুইজন গোপালগঞ্জের বাসিন্দা। কারাগারের ৭৪ জন স্টাফের মধ্যে জেল সুপারসহ ৫০ জন পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। কারাগারের ভেতরে ভোট প্রদানের জন্য দুটি গোপন বুথ স্থাপন করা হবে।
নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক জানান, জেলায় মোট ৭ হাজার ৮৪২ জন পোস্টাল ভোটার রয়েছেন। এর মধ্যে ২৯ জন কয়েদি কারাগার থেকে ভোট প্রদান করবেন।

