রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে সমাজের সব স্তরের মানুষের ধর্মীয় চর্চার স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ধর্মগুরুদের জন্য ভাতা চালু করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুরে খুলনা সেবাশ্রম ও আইচগাতী ইউনিয়ন সনাতনী মতুয়া সংঘের আয়োজনে মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি উপলব্ধি করেছেন, একটি এলাকা বা সমাজকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক, ন্যায়নিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব। তিনি যোগ করেন, নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়; নেতৃত্ব মানে সম্প্রীতি রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং সব ধর্ম-বর্ণ-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি সনাতন ধর্মের দর্শন ‘বসুধৈব কুটুম্বকম’ উল্লেখ করে বলেন, এই আদর্শে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে, যেখানে হিংসা নয়, থাকবে সহমর্মিতা; বিভেদ নয়, থাকবে ঐক্য। তিনি বলেন, দীর্ঘ সময় মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল, কিন্তু অন্যায় কখনো দীর্ঘস্থায়ী হয় না।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে আজিজুল বারী হেলাল বলেন, যদি এলাকাবাসী তাকে তাদের সন্তান ও ভাই হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে তিনি এলাকার উন্নয়নে কোনো বৈষম্য করবেন না। এছাড়া তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে সেনেরবাজার ঘাটকে একটি উন্নত, নিরাপদ ও কার্যকর ঘাটে রূপান্তরের পরিকল্পনার কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ছাড়াও খুলনা জেলা শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

