পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে হরিকতীডাঙ্গা ফুটবল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান (জোহা) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে. এম নায়েক আলী, উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম নওগাঁ জেলা শাখার সদস্য এপিপি এ্যাড. মামুনুর রশীদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইব্রাহিম হোসেন, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসকেন্দার আলী, সাধারণ সম্পাদক হায়দার আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন। জনসভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

