মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) সংসদীয় আসনে গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী বড়লেখা শহরে অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় শরিফুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবি মনোযোগসহকারে শোনেন।
শরিফুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে জুড়ী ও বড়লেখা এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার উন্নয়নে গণফ্রন্ট জনগণের পাশে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
পথসভাকে কেন্দ্র করে বড়লেখা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

