Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪দেওয়াল ঘড়ি’ প্রতীকের পক্ষে গণসংযোগ

খুলনা প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের ঐক্যবদ্ধ প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনার রূপসা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।

শুক্রবার দিনভর তিনি নৈহাটি বাগমারা বালুর মাঠ, বেলফুলিয়া মাঠ ও মেহেরুন্নেসায় কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। পাশাপাশি কালীবাড়ি বাজারে গণসংযোগ, ঘাটভোগ ইউনিয়নে পথসভা, টিএসসি বাহিরদিয়ায় গণসংযোগ ও রহিম নগরে কর্মী সমাবেশ শেষে প্রচার মিছিলে নেতৃত্ব দেন। দিনশেষে পালেরহাট মাঠে সমাবেশ ও পালেরহাট বাজারে প্রচার গণমিছিলের মাধ্যমে জনমত বিনিময় করেন।

গণসংযোগে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “খুলনা-৪ আসনের মানুষ উন্নয়ন, ন্যায় ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। আমরা ১১ দলীয় জোটের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে এই এলাকায় প্রগতি এবং সুশাসন প্রতিষ্ঠা করতে প্রস্তুত। যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকেও সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত করেছে, তাদের পরিবর্তন এইবার সম্ভব।

জনগণের সুস্থতা, শিক্ষার উন্নয়ন, বেকারত্ব হ্রাস ও মৌলিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করব।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি হারুনর রশীদ, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম।

রূপসা উপজেলার তিনবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের, খেলাফত মজলিস খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন, মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলার সভাপতি জসিম উদ্দীন ও সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানসহ বিপুল সংখ্যক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসাইনের গণসংযোগ ও পথসভা থেকে এটি স্পষ্ট হয়েছে যে, খুলনা-৪ আসনের জনগণ ন্যায় ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই গণসংযোগ স্থানীয় নির্বাচনী মনোভাবকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।