খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনের হাতপাখা সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের উদ্যোগে শুক্রবার খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেয়াড়া কলোনিতে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ তার বক্তব্যে বলেন, “আমরা ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে শরিয়ার প্রাধান্য দেব। পর্যায়ক্রমিক সংস্কার নিশ্চিত করা হবে, অর্থনৈতিক সমৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
কর্মমুখী, বিজ্ঞানভিত্তিক ও নৈতিক শিক্ষার ব্যবস্থা হবে। এছাড়া আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।”
পথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী, সহ-সভাপতি নুরুল হুদা সাজু ও রফিকুল ইসলাম এস্কান্দার, সেক্রেটারি জাফর সাদিক, খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মহিবুল্লাহ, জেলা যুব আন্দোলন সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, থানা যুব আন্দোলন সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান এবং ছাত্র আন্দোলন সভাপতি সালমান ফার্সি। এছাড়া আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের পরিকল্পনা ও নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

