সাতক্ষীরা প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্টে দুই ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এরা হলেন- তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও পার্শ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ৫ নম্বর শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, তেঁতুলতলা মাঠে নিহত দুজনের পাশাপাশি দুটি মাছের ঘের রয়েছে।
সকালে মনিরুল ইসলাম তার ঘেরের বেড়িতে টমেটো তুলতে যেয়ে পা পিছলে মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় আব্দুর রহিম তাকে উদ্ধার করতে এসে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।
হৃদয় বিদারক এঘটনার পর এলাকার হাজার হাজার মানুষ সেখানে ভীড় জমান। সাতক্ষীরা সদর থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

