মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখা। ভাষার গানের হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদীতে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার মর্যাদা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস. এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শুভসংঘের সহসভাপতি সঙ্গীত শিক্ষক ও শিল্পী সঞ্জয় মল্লিক, সদস্য দ্বীপজয় বিশ্বাস, কাঞ্চন ঘোষাল, বাপন সরকার, রামপ্রসাদ টুটুল, নুপুর মল্লিক, ডাঃ হাবিবুর রহমাননহ আরো অনেকে।
বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়-এটি বাঙালির আত্মপরিচয়, অধিকার ও আত্মত্যাগের অনন্য স্মারক। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের রক্তের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এই চেতনা হৃদয়ে ধারণ করে ভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে ভাষার গান পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপস্থিত সবাই একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি ও সংসপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় মল্লিক বলেন,একুশে ফেব্রুয়ারি মানেই আবেগ আর গর্বের দিন। যে ভাষায় আমরা গান গাই, স্বপ্ন দেখি—সেই ভাষার জন্যই একদিন তরুণেরা জীবন উৎসর্গ করেছিলেন।
ভাষার গানের এই আয়োজন শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। গান ও সংস্কৃতির মধ্য দিয়েই ভাষার চেতনা বেঁচে থাকে। বসুন্ধরা শুভসংঘ সবসময় এই সাংস্কৃতিক চর্চার পাশে রয়েছে—এটাই আমাদের গর্ব। চলুন, শপথ করি—বাংলা ভাষাকে ভালোবাসবো এবং তার মর্যাদা রক্ষা করবো।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস এম এস হাফিজুর রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি শোক ও গৌরবের দিন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যেসব বীর সন্তান প্রাণ দিয়েছেন, আমরা গভীর শ্রদ্ধায় তাঁদের স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগেই আমরা পেয়েছি বাংলা ভাষার অধিকার ও আত্মপরিচয়ের গর্ব।
ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং ভাষা-সংস্কৃতিকে ভালোবাসতে। বসুন্ধরা শুভসংঘ সেই চেতনাতেই আজ ভাষার গানের আয়োজন করেছে।
সকল সদস্য ও শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসুন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে বাংলা ভাষার সম্মান অটুট রাখি।

