Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কালাই উপজেলার ৪৫ জন প্রিজাইডিং অফিসার ও ২৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা এবং নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও নির্বাচন প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আল মামুন মিয়া। তিনি বলেন, “নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ভোটগ্রহণ যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস হোসেন।

জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচন সংশ্লিষ্ট সকলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও যোগাযোগ জোরদার করা হয়েছে।”

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।