Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ১১ দলীয় জোটের জনসমাবেশ: প্রার্থী জেতাতে মাঠে নামার আহ্বান জামায়াত নায়েবে আমীরের

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ জানুয়ারি )দুপুরে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।

দুপুর ১২টায় শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, অতীতে বিভিন্ন দল একাধিকবার রাষ্ট্রক্ষমতায় গেলেও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করা হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জনগণের বর্তমান সংকটের স্থায়ী সমাধান ইসলামী নীতি ও মূল্যবোধভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। এ সময় তিনি দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন, নির্বাচিত হলে তিনি এ আসনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং যুবসমাজের সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসমাবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।