জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সাতক্ষীরা-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডাঃ শহিদুল আলম বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও সমর্থন আমার রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে। ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার জন্য আমি সমর্থন চাই।”
সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, খায়রুল আহসান, খালিদুজ্জামান টিপু, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সালাম বাচ্চু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও মিজানুর রহমান, এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বাবুল হোসেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ।

