Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুট, ৩ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীতে বিকাশ মানি কালেক্টরদের লক্ষ্য করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ধরা হয়।

র‌্যাব জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর বিকেলে মেসার্স ডে অ্যান্ড সন্সের দুই বিকাশ মানি কালেক্টর মো. আজাদ (৩১) ও আরিফুর রহমান (২৬) মোটরসাইকেলে নগদ ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহের পর অফিসে ফেরার পথে আনারকলি রোডে ডাকাতদল তাদের পথরোধ করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা আরিফুরকে গুলি করে আহত করে এবং আজাদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-১ অভিযান চালিয়ে রাজিব হাসান লিটন (৩৮), মো. শহীদুল ইসলাম (৪৪) ও সঞ্জয় চন্দ্র শীল (৩৬) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি ও ছিনতাইয়ে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব হাসান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।