জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আটাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উচাই জেরকা এস.সি. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গোলজার হোসেন। জেলা যুবদলের সদস্য মাহমুদ হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী মোঃ মাসুদ রানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওযান, আটাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু ফয়সাল, সম্পাদক শ্রী সুশান্ত কুমার ঘোষ ও সহ-সম্পাদক মেহেদী হাসান মুন্না প্রমুখ।

