Nabadhara
ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে এক দিনের জন্য প্রতীকী জেলা প্রশাসক হলেন শিশু মিথিলা

MEHADI HASAN
অক্টোবর ১৩, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে ১ দিনের জন্য প্রতীকী জেলা প্রশাসক (ডিসি) হলো গোপালগঞ্জ শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এস, এস, সি পরিক্ষার্থী মিথিলা সুলতানা মুক্তি। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পাশে বসে সার্বিক সহযোগীতা করেন।

আজ বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নিয়ে প্রতিকি জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালন করে মিথিলা সুলতানা মুক্তি।

দ্বায়িত্ব পেয়ে মিথিলা প্রথমে গোপালগঞ্জে কোভিড  ১৯ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় অংশগ্রহন করেন।

পরে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসকের আসনের পাশে তার জন্য নির্ধারিত আসনে বসে গন শুনানি করে এবং সাধারন মানুষের বিভিন্ন অভিযোগ শুনে সিদ্ধান্ত দেয়। এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাকে শুনানিতে সহায়তা করেন।

এক দিনের জন্য প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়ীত্ব দেওয়ায় ধন্যবাদ মিথিলা সুলতানা মুক্তি বলেন, আমি যদি জেলা প্রশাসক হতে পারি তাহলে আমি চাইবো জেলা প্রশাসন যেন শিশু শুলভ প্রশাসন হয়ে উঠে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, যাহাতে আমাদের শিশুরা বড় হয়ে সিদ্ধান্ত গ্রহন করতে পারে সে জন্য আমরা তাদেরকে সব সময় সহযোগিতা করবো।

মিথিলা ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স (এন সি টি এফ) এর গোপালগঞ্জ জেলার চাইল্ড পারলামেন্ট এর  মেম্বার। যারা শিশুদের নিয়ে কাজ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।