কোটালীপাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু।
আজ সোমবার দুপুরে তিনি শতাধিক শিশুর মাঝে এ খাবার বিতরণ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন।
এদিকে বেসরকারি সংস্থা রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক) এর পক্ষ থেকে তাদের কোটালীপাড়া শাখা অফিসে বসে ছিন্নমুল শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম ও কোটালীপাড়া শাখা ব্যবস্থাপক ফকির ইমরান উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, পৃথিবীর সবচেয়ে নির্মম ও প্রচাশিক ঘটনা হচ্ছে ১৫আগস্টের হত্যাকান্ড। এই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার শিশুপুত্র শেখ রাসেলকেও হত্যা করা হয়। আজ শেখ রাসেলের জন্মদিন। তাই তঁার জন্মদিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ করলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।