Nabadhara
ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাড়লো টুঙ্গিপাড়া টু ঢাকার ভাড়াঃ গুলিস্তান ৪৫০ টাকা, গাবতলী ৫০০

MEHADI HASAN
নভেম্বর ৭, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ

বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় আজ টুঙ্গিপাড়া হতে ঢাকার গাবতলী ও গুলিস্তানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।তবে এর আগেই পরিবহন মালিকেরা ৩০০ টাকা হতে ২ দফা ভাড়া বাড়িয়ে ৪০০ টাকা করেছিল।

টুঙ্গিপাড়া হতে ঢাকার দুরত্ব ১৬০ কিলোমিটার। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ১৬০ কিলোমিটারের ভাড়া প্রতিকিলোমিটারের ভাড়া ১ টাকা ৮০ পয়সা হারে নির্ধারন করায় ২৮৮ টাকা হবার কথা।কিন্তু নেওয়া হচ্ছে ডাবল।

পাটগাতী বাসষ্ট্যান্ডের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ইমাদ কাউন্টারের ম্যানেজার নবধারাকে বলেন, টুঙ্গিপাড়া হতে গুলিস্তানের ভাড়া বৃদ্ধি করে ৪০০ টাকা হতে ৪৫০ টাকা করা হয়েছে।

কাউন্টারে টিকিট নিতে আসা কুনিয়ার মিজানুর রহমান বলেন, ভাই আর পারছি না, কি করে যে জীবন চালাবো এভাবে সব কিছুর দাম বাড়লে। আজ গাড়ী ভাড়া ৫০ টাকা সরকার বাড়ালো কিন্তু এর আগেই গাড়ীর মালিকেরা ৩০০ টাকার ভাড়া ৩৫০ টাকা করলো। তার কিছুদিন পরে আবার ৪০০ টাকা করলো। কেউ দেখার নাই ভাই।

কমফোর্ট লাইনের ম্যানেজার অজয় বিশ্বাস নবধারা কে বলেন, পাটগাতী হতে গাবতলীর ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।