Nabadhara
ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বইমেলা-২২ এ আসছে রাব্বি হোসেনের উপন্যাস ‘স্মৃতির রুমাল’

Bayzid Saad
নভেম্বর ২১, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ

অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক রা‌ব্বি হোসেনের প্রথম উপন্যাস ‘স্মৃতির রুমাল’। সামাজিক ও রোমা‌ন্টিক ধাঁচের উপন্যাসের বইটি এক‌জন মে‌য়ের স্বামীর সংসা‌রে তার দা‌য়িত্ব, সংগ্রাম ও ভা‌লোবাসার টানাপোড়নকে উপজীব্য করেই লেখা হয়েছে, যা পাঠক‌দের আকৃষ্ট করবে। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী।

বই‌ প্রসঙ্গ‌ে রা‌ব্বি হোসেন নবধারা কে ব‌লেন, সামা‌জিক প্রেক্ষাপটের আলোকে সংসা‌রে একজন নারীর ভূমিকা, শ্রম এবং আকাঙ্ক্ষা ইত্যা‌দি ফু‌টি‌য়ে তোলার চেষ্টা ক‌রে‌ছি। এ ছাড়াও দুজন একসাথে থাকার প‌রেও কিছু একটা অপ্রা‌প্তি, অচেনা মানুষকে আপন ভে‌বে আগ‌লে রাখা এবং বাবার সাথে ছেলের মধুর সম্পর্কও র‌য়ে‌ছে উপন্যাস‌টি‌তে। সব কিছু মিলিয়ে গল্পের মাঝে একটা না থাকা, না পাওয়া, না দেখা বিষয় লুকিয়ে আছে। আশা ক‌রি পাঠক‌দের ভা‌লো লাগ‌বে।

বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী ও বইটির প্রচ্ছদ শিল্পী হলেন শামীম আরেফিন।

উল্লেখ্য, মেঘনা নদীর কোল ঘেঁষে বে‌ড়ে উঠা কুমিল্লা জেলা‌র মেঘনা উপজেলায় নব্বই‌য়ের দশ‌কের শেষ দিকে জন্ম নেওয়া এই তরুণ লেখক বর্তমা‌নে সরকা‌রি তিতুমীর ক‌লে‌জের হিসাববিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি কর্মরত আছেন সাংবাদিকতায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায় কর্মরত আছেন। তরুণ এ লেখক একজন সমাজ সেবক ও তরুণ সংগঠকও বটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।