শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ নং ইতনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন,লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,সাবেক চেয়ারম্যান শেখ সিহানুক রহমান। গত মঙ্গলবার দুপুরে উপজেলার কালনা ফেরীঘাটে ইতনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও উৎসুক জনতা নৌকার মাঝি শেখ সিহানুক রহমান কে ফুল দিয়ে বরণ করেন।
পরে নৌকার মাঝি শেখ সিহানুক রহমান পাঁচ শতাধিক মটর সাইকেল বহর ও খোলা জীপে নিজ গ্রাম ডিগ্রীর চর এসে মরহুম পিতা ইতনা ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান শেখ বজলর রহমান লাল মিয়ার কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মোল্যা, সাধারণ সস্পাদক শেখ আহাদুজ্জামান আহাদ, আওয়ামীলীগ নেতা ইসাবুল শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রকাশ কুমার বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সস্পাদক রাজিবুল ইসলাম রাজিব, রাধানগর বাজার বণিক সমিতির সভাপতি আরোজ আলী প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.