
জেলা প্রতিনিধি,পিরোজপুরঃ
রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে- রিক ও জননীর মেমোরিয়াল হাসপাতাল (প্রস্তাবিত) এর সহায়তায় দুই মাস ব্যাপী নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কোর্স (ব্যাচ ৩) -এর সমাপনী অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পৌর কাউন্সিলর ইসিতা বেগমে (হ্যাপি) এর সভাপতিত্বে প্রধান অতিথি ডাক্তার এস দাস, বিশেষ অতিথি সাবেক জিপি সৈয়দ সাব্বির আহমেদ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, শেখ মাসুদুর রহমান, শাহ আলম শেখ, শিকদার চান, প্রমুখ।
আরো বক্তব্য রাখেন এইচ,ডি,টির-মেহেদী হাসান, এমিনেন্ট বয়েজের -মিশু রহমান,
শিক্ষার্থী আরিফুজ্জামান ও মৌসুমী মন্ডল। সভায় বিগত দুই মাসের কর্মকান্ডর রি-ক্যাব, মূল্যায়ন, শিক্ষাসফর নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি ডা:- এস দাস তার বক্তব্যে বলেন এই প্ল্যাটফর্ম -নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।