আর টি হাসান,সালথা (ফরিদপুর)প্রতিনিধিঃ
টানা বৃষ্টিতে সালথায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, হতাশায় কৃষক! ঘুর্ণিঝড় জাওয়াদের নিম্নচাপের প্রভাবে রবিবার ও সোমবার দুইদিনের টানা বৃষ্টিতে ফরিদপুরের সালথায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে হতাশায় ভুগছেন কৃষকেরা।
কয়েকজন কৃষক জানান, চলতি মৌসুমে সালথার আটটি উপজেলার কৃষকেরা পেঁয়াজের চাষের জন্য পেঁয়াজের বীজতলা দিয়েছেন কিছুদিন আগে। দুইদিনের টানা বৃষ্টিতে পেঁয়াজের চারা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এতে হতাশায় ভুগছেন তারা। যেসব জমিতে পেঁয়াজের আবাদ করা হবে, সেই সব নিচু জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আবার কিছু কিছু এলাকায় পেঁয়াজের চারা রোপন চলছে। সেসব জমিতেও পানি বেঁধে গেছে। পেঁয়াজের চারা ঠিক মতো না হলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে বলে তারা জানান।
বল্লভদী ইউনিয়নের কৃষক টুকু মোল্লা,নুরুইসলাম শেখ জানান আমাদের চন্ডিবরদী,খলিশা বল্লভদীর প্রবেশদ্বারে কুমার নদী হতে যে খালটি মাঠের সাথে সংযুক্ত রয়েছে, এই খালটি যদি সরকার পূর্নখননের ব্যাবস্থা করতো তবে আমাদের কৃষকদের জমি হতে বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে যেতো।আজ আমাদের এ ভোগান্তি পোহাতে হতো না।এখন আমরা পানির ভিতরে টমটম মেশিন বশিয়ে পানি নিশ্কাসন করছি যাহা সাদ্ধের বাহিরে। এছাড়া গম, কালাই, মুসুরী, রসুনসহ অন্যান্য ফসলের জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর। দুইদিনের টানা বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে এই বৈরি আবহাওয়া কেটে গিয়ে যদি রৌদ্র হয় তাহলে ক্ষতির পরিমান কম হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.