
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুজ্জামান খান মিলনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মলিত নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সদ্য আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা ও বিদ্রোহী প্রার্থী আবু ছাইদ শিকদার ও তার কর্মী, সমর্থকরা এ ব্যানার, পোষ্টার ছিড়ে ফেলেছে বলে সসরেজমিনে জানাগেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত শুক্রবার দিবাগত রাতে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা ত্রি-পল্লী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, চতুর্থ ধাপের পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলনকে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগ থেকে সদ্য বহিস্কৃত নেতা আবু ছাইদ শিকদার। ঘটনারদিন রাতে আবু ছাইদ শিকদার লোকজন নিয়ে আমিনুজ্জামান খান মিলনের নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিড়ে ফেলেন বলে জানান এলাকাবাসী ও আমিনুজ্জামান খান মিলনের সমর্থকেরা।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেম্বার মোঃ ইলিয়াস খান বলেন, গত শুক্রবার দিবাগত রাতে বিদ্রোহী প্রার্থী আবু ছাইদ শিকদার ও তার সমর্থক মঙ্গু শিকদার, আজিবর শেখ, হাসান শিকদার, মামুন শিকদারসহ কয়েকজন এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মলিত নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিড়ে ফেলেন ও এই স্থানে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টর না টানানোর হুমকি দেন। আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে আবু ছাইদ শিকদারের বিচার দাবি করছি।
এ বিষয়ে জানার জন্য আবু ছাইদ শিকদারের ০১৭১৫০৭১৬৬৯ নম্বরের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার সমর্থক মঙ্গু শিকদার ব্যানার পোস্টর ছিড়ে ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আবু ছাইদ শিকদারসহ আমরা কেউ কয়েকদিন ধরে এলাকায় নাই। আমরা যাতে এলাকায় না আসতে পারি তার জন্য আমাদের বিরুদ্ধে নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ বলেন, এখন পর্যন্ত নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিড়ে ফেলার কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।