নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় গভীর রাতে দাড়িয়ে থাকা একটি বাস পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এটি দুর্ঘটনা নাকি ক্ষোভের আগুন তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ।
টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা গ্রামের মল্লিকের মাঠ বাস স্টান্ডে গতকাল শনিবার আনুমানিক রাতে ২ টার সময় এই ঘটনাটি ঘটে । ২৬ আসন ক্ষমতার পুড়ে যাওয়া গাড়িটির নাম আলিসা এন্টারপ্রাইস। যার রেজিষ্টেশন নাম্বারঃ ঢাকা-জ-৪৪১৫ চেসিস নং- বি,এল,ডি Ñ৩০৭৯১৫৪৮৫, আসন সংখ্যা-২৬।
জানা যায়, রাতে টুঙ্গিপাড়া থানার এস, আই, জালাল টহল রত আবস্তায় হঠাৎ মল্লিকের মাঠ রাস্তার পাশে দাড়িয়ে থাকা গাড়িতে আগুন দেখে ছুটে আসে, পুলিশের গাড়ি দেখে দূবৃত্তরা পালিয়ে যায়। এ সময় গাড়িতে আগুন দেখে স্থানীয় এমাম শেখ টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে গাড়িটির ভিতরের সম্পুর্ন সিট ও ইঞ্জিন পুড়ে ছাই হয়ে যায়।
গাড়িটির মালিক মোঃ আরিফ শেখ দুজনের নাম উল্লেখ করে (পুলিশি তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হলো না) বলেন, অনেক দিন যাবৎ আমাকে নানা ভাবে হুমকী দিয়ে আসতেছিল, গত মাস খানেক আগেও আমার এই গাড়ির উপর হামলা, অগুন দেবার চেস্টা চালায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,এফ,এম নাসিম বলেন গাড়ি পুড়ে যাবার ঘটনা ঘটেছে, এটি দুর্ঘটনা নাকি নাশতকা করতে লাগানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় ডাইরি করেছে ভুক্তভুগি।