টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে চার শতাধিক অস্বচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে। টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাস এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার।তিনি মেডিকেল ক্যাম্পের বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের খোঁজ খবর নেন। এসময় ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন খান, ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক কর্নেল জাকির, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সেনা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চার শতাধিক বিভিন্ন রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার বলেন, সব সময়ের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনী যশোর অঞ্চলের সেনা সদস্যগণ দেশের সকল প্রয়োজনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.