মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া এলাকায় আল্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে শনিবার (৮ জানুয়ারি) দুপুরে নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-স্থানীয় জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, বিদ্যালয়ের সভাপতি বিকাশ বিশ্বাস, মেম্বার ফণিভূষণ বিশ্বাসসহ অনেকে। বক্তারা বলেন, নির্মাণাধীন পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় ১২২ নম্বর পয়েন্টে নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া এলাকায় আল্ডারপাস করা হয়নি। সমতল থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় বালি ভরাটের ফলে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য আনা-নেয়াসহ প্রতিনিয়ত চলাচলে সমস্যা হচ্ছে। ফলে নারানদিয়া, কৃষ্ণপুর ও পুরুলিয়া এলাকায় প্রায় দেড় হাজার মানুষ সমস্যায় পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন-এটাই আমাদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.