প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ১২ হাজার শীতার্ত মানুষ পেল প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১২ হাজার শীতার্ত পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতবস্ত্র।
আজ রোববার পৌর ভবন চত্ত্বরে বসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি কোটালীপাড়ার শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য ৬০০০ কম্বল ও ৬০০০ সোয়েটার দিয়েছেন। আমরা আজকে এ সোয়েটার ও কম্বল বিতরণ করলাম।
পৌরসভার ডহরপাড়া গ্রামের ষাটোর্ধ্ব মহিতোন বেগম বলেন, এতোদিন শীতে কষ্ট পাইছি। এখন আমাগো জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বল পাঠাইছে। আমাগো আর শীতে কষ্ট করতে হইবো না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.