প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২২, ৮:৩৮ পূর্বাহ্ণ
কেরাত সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরা হলো না ৩ হাফেজের

খালিদ বীন নাসির ফকিরহাট থেকে :
আন্তর্জাতিক কেরাত সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরা হলোনা ৩ হাফিজের, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের প্রাণ গেল।ঘটনাটি ঘটেছে শনিবার দিন গত রাতে বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কের কাটাখালি নামক বাসস্ট্যান্ডে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়
বাগরহাটের ফকিরহাটে ট্রাক ও সিএনজির মুখামুখি সংর্ঘষ তিনজন মাদ্রাসা ছাত্র নিহত হয়। এসময় আরো দুইজন মাদ্রাসাছাত্র আহত হয়। শনিবার দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে খুলনা-মাংলা মহাসড়কের বাগরহাট জলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ঘনকুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটছে বলে পুলিশের ধারণা।
আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
খুলনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শেষে ওই রাতে পাঁচজন ছাত্র সিএনজি যাগে বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসায় ফিরছিলেন বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন, বাগরহাট সদর উপজলার রনজিৎপুর গ্রামর হাসন আলীর ছেলে হাপেজ আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজলার ঝনঝনিয়া গ্রামর ফেরদাউস আলীর ছেলে হাপেজ আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজলার মালখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)।
কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদ্রাসা ছাত্র নিয়ে সিএনজিটি বাগরহাটর হাকিমপুর আসছিল। প্রতিমধ্য কাটাখালি বাস স্ট্যান্ড সংলগ্ন জুট মিলের সম্মুক্ষে এলেই মংলা দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকরে মুখামুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনা স্থলে তিনজন মাদ্রাসা ছাত্র নিহত হয় এবং দুইজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয় চালক পালিয় গেছে । খবর পেয়ে গুরুতর আহত ও মরদেহগুলো নিয়ে কাটাখালি হাইওয়ে থানায় আসেন।
আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখ (১৮) খুলনা মডিকল কলজ হাসপাতাল ভর্তি করা হয়। এদর মধ্য একজনের অবস্থা গুরুতরো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় তাকে রিফার করা হয়েছে বলে জানা জেছে। ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখামুখি সংর্ঘষ হয় বলে ওসি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.