টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দু:স্থ শিশু পূনবাসর্ন ও প্রশিক্ষণ কেন্দ্রর ৪’শ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাগেরহাট-০২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুরে শেখ রাসেল দু:স্থ শিশু পূনবাসর্ন ও প্রশিক্ষণ কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-০২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন। পরে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।