টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১ হাজার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী।তিনি আজ সোমবার সকালে টুঙ্গিপাড়ার জেলা পরিষদ মিলানয়তনে এ শীতবস্ত্র বিতরন করেন।
এ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক সাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েনা সিদ্দিকা প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকালে টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।