Nabadhara
ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন সেবা

MEHADI HASAN
জানুয়ারি ১৫, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপলগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় আজ চালু হলো অপারেশন সেবা।দীর্ঘদিন বন্ধ থাকারপর আজ শনিবার একজন গর্ভবতী মায়ের সিজার করার মাধ্যমে এ সেবা পুনরায় চালু হয়েছে।এর ফলে টুঙ্গিপাড়া সহ সেবাভোগী আশেপাশের কয়েকটি উপজেলার নাগরীকদের দাবী পুরন হলো।

জানা যায়, অপরারেশন করার মতো চিকিৎসক না থাকায় এ সেবা চালু করা সম্ভব হচ্ছিন না। সাম্প্রতিকালে এ সংশ্লিষ্ঠ ৩ জন চিকিৎসক যোগদান করায় আজ হতে পুনরায় অপারেশন সেবা চালু করা সম্ভাব হয়েছে।

পাটগাতী গ্রামের রফিক শিকদার বলেন, অপারেশন চালু হওয়ায় আমরা ভীষন খুশি। এখন আর গোপালগঞ্জে যেতে হবে না। আর অল্প খরচে আমরা এ সেবা পাবো এজন্য সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জসিম উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মুলত গর্ভবতী মায়েদের জন্য আজ চালু হয়ে গেল অপারেশন।যাতে এ সেবা আমরা চালু রাখতে পারি তার জন্য সবার সহযোগীতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।