টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে ভাসমান বেডে শীতকালীন সবজি উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামে কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশনের চেয়ারম্যান এএফএম হায়তুল্লাহ, তুলা উন্নয়ণ বের্ডের নির্বাহী পরিচালক মোঃ আখতারুজ্জামান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
এতে টুঙ্গিপাড়া উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম।
আজ শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ প্রার্থনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ,কৃষি গবেষনা ইনষ্টিটিউটটের চেয়ারম্যান ড. দেবাশীষ সরকার, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহি পরিচালক মোঃ আখতারুজ্জামান সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।