জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে বাসের চাপায় শাওন শেখ (১৬) নামে এক বাক প্রতিবন্ধি কিশোর নিহত হয়েছে।
আজ শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত প্রতিবন্ধি কিশোর শাওন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মাহবুর শেখের ছেলে।
ওসি মোঃ মনিরুল ইসলাম নবধারা কে জানান, শাওন শেখ চন্দ্রদিঘলিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দ্রুতগামী যাত্রবাহী বাস তাকে চাপা দেয়।
পরে এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।