শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলে একটি হত্যা মামলায় আসামি যশোরের অভয়নগর উপজেলার মৃত সোনা মোল্লার ছেলে বাছের আলী মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার ভাই কামাল মোল্লাকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি.মো.মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডও দেয়া হয়।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২৬ জুন ২০১৯ তারিখ রাতে রেজাউলকে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাওয়ার সময় মঞ্জুরুলের বাড়ির উঠানে পৌঁছালে আসামি কামাল মোল্লা লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে। পরে অপর আসামি বাছের মোল্লা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে তার বাম কানের উপরে আঘাত করে এতে সে মারাত্মক জখম হয়। পর তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ২৭ জুন তার মৃত্যু হয়। পরে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক সেগুলো ধ্বংসের নির্দেশ প্রদান করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.