মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সুস্থতা কামনায় অস্থায়ী কর্মচারীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহর নামাজ বাদ এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময়ে ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ফাতেহা পাঠসহ শেখ কবির হোসেন ও তার পরিবারের সকলের সুস্থতা কামনা করা হয়৷ এসময়ে পরীক্ষা নিয়ন্ত্রণ এসএম গোলাম হায়দার, অস্থায়ী কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেখ কবির হোসেন বঙ্গবন্ধু পরিবারের অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্য । বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বারস অব গভর্নরস।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.