জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জজ আদালতের সিনিয়র অ্যাডভোকেট ও গোপালগঞ্জস্থ কোটালীপাড়া উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুহুল আমিন শেখ আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ভোর রাত ৩ টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মরহুমের নামাজের প্রথম জানাযা সকাল ১০ টায় শহরের মার্কাস মসজিদে, দ্বিতীয় জানাযা সকাল পৌনে ১১টায় জেলা জজ আদালত ভবনের সামনে ও বাদ যোহর তার গ্রামের বাড়ি কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণপাড় গ্রামে তৃতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে আইনজীবী রুহুল আমিনের মৃত্যুতে গোপালগঞ্জের আইনজীবীরা শোক প্রকাশ করে বৃহস্পতিবার আদালতের সকল কার্যক্রম বন্ধ রাখেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.