কোটালীপাড়া প্রতিনিধিঃ
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট বিজন বিশ্বাস।
আজ বৃহস্পতিবার তিনি বিদায়ী চেয়ারম্যান মাইকেল ওঝার কাছ থেকে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে স্বামীর ছবি বুকে জড়িয়ে এসেছিলেন চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাসের মা গীতাঞ্জলী বিশ্বাস।
গীতাঞ্জলী বিশ্বাস বলেন, আমার স্বামীর ইচ্ছা ছিল তার ছেলে বিজন এই কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করবে। তিনি তার জীবদ্দশায় সেটি দেখে যেতে পারেননি। আজকে তিনি এই পৃথিবীতে নেই। কিন্তু তার ছেলে বিজন আজ এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে। তাই আমি আমার সন্তানের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে তার পিতার ছবি নিয়ে উপস্থিত হয়েছি।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাসের পিতা স্বর্গীয় বিপিন বিহারী বিশ্বাস ছিলেন আমার শিক্ষক। তিনি দীর্ঘদিন কলাবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার ইচ্ছা ছিল বিজন বিশ্বাস জনপ্রতিনিধি হয়ে এলাকার জনগনের সেবা করবে। স্বর্গীয় বিপিন বিহারী বিশ্বাসের সেই আশা আজ পূরণ হয়েছে। এতে আমরা আনন্দিত।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস বলেন, আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার বাবার ইচ্ছা পূরণ করতে পারি এজন্য আমি সকলের আর্শিবাদ প্রার্থনা করছি।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মাইকেল ওঝার সভাপতিত্বে অনুষ্ঠিত নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাসের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মাহবুবুর রহমান, বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরনীকান্ত অধিকরী, শেখ রাসেল কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ, কলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চারুচন্দ্র গাইন, সাংবাদিক রবীন্দ্র্রনাথ অধিকারী বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।