মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশমুরবিপ্রবি) প্রধান ফটকের কাজ এবছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব৷
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের কাজ বর্তমানে বন্ধ রয়েছে ৷ এখন পর্যন্ত শুধুমাত্র জিএলের কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, শুরু থেকেই গেটের কাজ ধীরগতিতে চলছিলো আর বর্তমানে এই কাজ পুরোপুরি বন্ধ। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “মেইন গেটের কনসাল্টিং ফার্মকে আগামী সপ্তাহে ডেকেছি। মেইন গেটের যে ইঞ্জিনিয়ার, ওস্তাগার আছে তারা ফিনিশিং দিতে পারছে না। তবে আশা করি এ বছরের মধ্যেই মেইন গেটের কাজ শেষ হবে।
এ সময় তিনি আরও বলেন, “আমার টার্গেট জুনের মধ্যে মেইন গেটের কাজ শেষ করা।” এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক তৈরিকৃত কাজের অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, আরডিপিতে মেইন গেটের জন্য বরাদ্দ ছিলো ২ কোটি ৩৮ লক্ষ টাকা এবং কাজী মাহবুবুর রহমান প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকা মূল্যে দরপত্র ক্রয় করেন। পরবর্তীতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর কার্যাদেশ প্রদান করা হয়। প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু ডিসেম্বর পর্যন্ত গেট নির্মাণের কাজে অগ্রগতি হয়েছে ২২% এবং জুলাই থেকে সেপ্টেম্বর থেকে পরবর্তী তিনমাসে অগ্রগতি হয়েছে মাত্র ৪%।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.