Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

 

গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে গাউজ দা‌ড়িয়া (৪৫) নামে এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে একই গ্রামের আজিম দা‌ড়িয়া ছেলে। নিহতের পিতা আজিম দা‌ড়িয়া জানান, গাউজ দা‌ড়িয়া প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে বাড়ির পাশের দোকানে ঘুমিয়ে ছিলো। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসিতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরি দ্রুততম সময়ে আমরা রহস্য উদঘাটন করতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।