প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ
কোটালীপাড়ার বিদ্যালয়ে বিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর বাণী বন্দনা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের কাছে বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতী। প্রতি বছরের ন্যায় এ বছরও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিদ্যালয়ে বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে দেবী সরস্বতীর বাণী বন্দনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলার শতাধিক বিদ্যালয় ও সনাতন ধর্মালম্ভীদের বাড়ী বাড়ী ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দমূখর পরিবেশের মধ্যে দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাক ও কাঁশের বাদ্য এবং উলুধ্বনীতে এলাকাগুলো মূখরিত হয়ে উঠে।
সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থী আশুতোষ দাস বলেন, শনিবার সকালে আমরা শিক্ষা ও জ্ঞান লাভের আশায় বিদ্যার দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছি।আমার মতো একই ভাবে সনাতন ধর্মের শিক্ষার্থীরা অঞ্জলি দিয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বালা নবধারা কে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।তবে এবছর করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির সংখ্যা ছিল কম। এ জন্য সনাতন ধর্মালম্ভীদের বাড়ীতে বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.