শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও কামার ঘন্টা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে বাগেরহাটর চিতলমারীতে সনাতন ধর্মাবলন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে।সনতন ধর্মমতে সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী।জ্ঞান বিদ্যালাভের আশায় সনাতন ধর্মবলন্বীরা প্রতিবছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
এ উপলক্ষে আজ শনিবার সকাল থেকে উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি মহিলামহাবিদ্যালয়,চরবড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,ত্রি-পল্লি মাধ্যমিক বিদ্যালয়, শেরে বাংলা ডিগ্রী কলেজসহ হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সরস্বতী মায়ের রাতুল চরনে পুস্পাঞ্জলি প্রদান করেন ভক্তরা।
এসময় পুস্পাঞ্জলি মন্ত্রে করোনা থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যানের জন্য প্রর্থানা করেন পূজারীরা।এবার করোনা মহামারীর কারনে স্বাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.