হুসাইন আহমদ কবির, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম। আজ শনিবার ( ৫ ফেব্রুয়ারী ) দুপুরে তিনি মুকসুদপুর থানা পরিদর্শন করেন। এসময় তিনি মুকসুদপুর থানার কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহীনুর চৌধুরী, মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানসহ মুকসুদপুর থানায় কর্মরত সকল পুলিশ সদস্য।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া নবধারা কে জানান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম স্যার মুকসুদপুর থানার বার্ষিক কার্যক্রম পরিদর্শন করেছেন। মুকসুদপুর থানার সার্বিক কার্যক্রমের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মুকসুদপুর থানার কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।