জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানী গাউজ দাড়িয়া(৪৫)হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীতে মাল না দেয়ায় ওই ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত ২ ফেব্রুয়ারী রাতে ঘুম থেকে উঠিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়।তিনি নিজ মুদী ঘুমিয়ে ছিলেন।পরে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে দেয়। পরের দিন ৩ ফেব্রুয়ারী সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়।পুলিশ নানাভাবে তদন্ত করে একই এলাকার ইস্রাফিল মোল্লা, আজিজুর দাড়িয়া ও বজলু দাড়িয়াকে গ্রেফতার করে।
আজ রোববার(৬ ফেব্রুয়ারী)সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)নিহাদ আদনান তাইয়ান বলেন, ধারের টাকা, দোকানে বাকির টাকা চাওয়া, নতুন করে বাকী না দেয়া এবং লোকজনের মধ্যে বাকি টাকা চেয়ে লজ্জা দেয়ার কারনে হত্যাকারীরা মুদী দোকানীকে হত্যা করে বলে পুলিশ জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.