জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
ট্রাফিক পুলিশের স্বচ্ছতা ও জবাব দিহীতা নিশ্চিত করতে আজ রোববার থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মোড়ে ট্রাফিক সদস্যদের বুকে ক্যামেরা লাগিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, এএসপি(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সুপার নবধারা কে বলেন, এতোদিন ট্রাফিক পুলিশের অনেক সমস্যা ছিল। এখন থেকে সব কিছুই ক্যামেরাবন্দি হয়ে থাকবে। এ থেকে আমরা ছবি দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.