কোটালীপাড়া প্রতিনিধিঃ
কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্যেদিয়ে দৈনিক যুগান্তরের ২৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে যুগান্তর স্বজন সমাবেশ কোটালীপাড়া শাখার উদ্যোগে অলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেঁটে এ প্রতিষ্ঠাাবার্ষিকী পালন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ও বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়ার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান ও যুগান্তরের জেলা প্রতিনিধি এস, এম, হুমায়ূন কবীর।
সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের কোটালীপাড়া শাখার সভাপতি অধ্যাপক মিন্টু রায়।
সভার শুরুতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, সফল শিল্পদ্যোগক্তা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাবিবুর রহমান মুকুল, যুগান্তরের কোটালীপাড়া প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত, সমকাল প্রতিনিধি রতন সেন কঙ্কন, ইত্তেফাক প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস, আমাদের নতুন সময় প্রতিনিধি সমীর রায়, বানিজ্য প্রতিদিনের জাকারিয়া প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রেস ক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু।
আলোচনা সভার পর দোয়া মাহফিল ও কেক কেঁটে অনুষ্ঠান শেষ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।