প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ
১৬০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি গোপালগঞ্জ

নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম ও করপাড়া এলাকায় পৃথক অভিযানে ১৬০৫ পিস ইয়াবাসহ চার জন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত মঙ্গলবার (৮ জানুয়ারি) গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম এলাকায় ডিবি অভিযান চালিয়ে ১৫১৪ পিস ইয়াবাসহ নড়াগাতি থানার পাখিমারা গ্রামের তুরজাউন মোল্লা ওরফে আকাশ নামে একজনকে গ্রেফতার করে। সে মূলত টাইলস মিস্ত্রির কাজের আড়ালে দীর্ঘদিন ধরে বেদগ্রাম এলাকায় থেকে মাদক ব্যবসা করে আসছিলো। অন্যদিকে করপাড়া এলাকায় ৯১ পিস ইয়াবাসহ সাদ্দাম মোল্লা, কংকন বিশ্বাস ও শারমিন আক্তার নামে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম নবধারা কে বলেন, মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়তে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে এবং সকলকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.