ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার, পলাতক আসামী গ্রেফতারপূর্বক দায়িত্বাধীন টুঙ্গিপাড়া থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাহসিকতাপূর্ন ও ভাল কাজের স্বীকৃতিস্বরুপ “Police Force Exemplary Good Service Badge” অর্থাৎ “আইজি ব্যাজ” পেয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার সাবেক অফিসার ইনচার্জ এএফএম নাসিম।
বার্ষিক পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ডিআইজি ঢাকা রেঞ্জ কনফারেন্স রুমে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ব্যাজ, সম্মননা সনদ ও সৌজন্য উপহার প্রদান করেন এএফএম নাসিম কে।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম (বার) সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালে পুলিশ সপ্তাহ পালিত না হওয়ায় এবারের ২০২২ সালের পুলিশ সপ্তাহে পুলিশ হেডকোয়ার্টার্স একই সাথে ২০২০ ও ২০২১ সালের আইজি ব্যাজ প্রাপ্তদের নামীয় তালিকা প্রকাশ করে।