Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্টে বশেমুরবিপ্রবি ৭ম

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১১, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন দলগত দাবা টুর্নামেন্টে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ৯২পয়েন্ট নিয়ে ৭ম স্থান অর্জন করেছে।
গত ১০ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন লিচেস প্লাটফর্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বশেমুরবিপ্রবি দাবা ক্লাব ১০জন খেলোয়াড় অংশ নেয়।
এ ব্যাপারে বশেমুরবিপ্রবি দাবা ক্লাবের সভাপতি মোজাহিদ উল বলেন, আমরা বরাবরই অনলাইনে আমাদের বি লেভেল বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টীমগুলোর মধ্যে নিজদের শীর্ষস্থান অর্জন করে আসছি।আমাদের অনেক খেলোয়াড়ের ইন্টারনেট সমস্যার কারণে অনেকগুলো গেইমে আশানুরূপ ফলাফল পাইনি।
এছাড়াও তিনি নিয়মিত দাবা অনুশীলন ও বিশ্ববিদ্যালয়ে দাবার প্রসার ঘটাতে নির্দিষ্ট ইনডোর হলরুম ও আর্থিকভাবে বাজেটের আশাব্যক্ত করেন।
 বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের আহবায়ক জনাব বাবুল মন্ডল  জানান,  বশেমুরবিপ্রবি দাবা ক্লাব খুবই ভাল করছে।আমরা বরাবরই আউটডোর গেইমের আয়োজন করলেও মহামারি করোনার প্রকোপে সম্ভব হয়ে উঠছেনা।এসময়  শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতে ইনডোর গেমিং ইভেন্টগুলোর যথেষ্ট ভূমিকা রাখছে।এ ছাড়াও  তিনি বশেমুরবিপ্রবি দাবা ক্লাবের  জন্য ইনডোর রুমের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের  সাথে দ্রুত কথা বলবেন বলে আশাব্যক্ত করেন।
উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টীম ১৩৯পয়েন্ট নিয়ে ১ম স্থান,বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টীম ১১৯পয়েন্ট নিয়ে ২য় স্থান ও ব্রাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টীম ১১৫পয়েন্ট নিয়ে ৩য় স্থান অর্জন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।