প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
কোটালীপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে নারীদের জুতাপেটা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বসুদেব শীল নামে এক শিক্ষককে এলাকার নারীরা জুতাপেটা করেছেন।
আজ রোববার দুপুরে উপজেলার বান্দল গ্রামে এ ঘটনা ঘটে।
বসুদেব শীল উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের গনিতের শিক্ষক ও বান্দল গ্রামের যতীন শীলের ছেলে।
জানাগেছে, কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রীকে শিক্ষক বসুদেব শীল তার বাড়িতে বসে প্রাইভেট পড়ান। ঘটনার দিন পড়া শেষে সব ছাত্রীকে ছুটি দিয়ে একজনকে রেখে তাকে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি ওই ছাত্রী তার মাকে গিয়ে জানায়। এ সময় ওই ছাত্রীর মা এলাকার নারীদেরকে সাথে নিয়ে এসে শিক্ষক বসুদেব শীলকে জুতাপেটা করেন।
ওই ছাত্রী বলেন, শিক্ষক প্রতিদিন সকলকে ছুটি দিয়ে আমার শরীরে হাত দিতেন। ঘটনার দিন তিনি আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। আমি দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি আমার মাকে জানাই।
ওই ছাত্রীর মা বলেন, শিক্ষক বসুদেব যে ঘটনাটি ঘটিয়েছে আমি তার উপযুক্ত শাস্তি চাই। সে যেন ভবিষ্যতে আর এ ধরণের কাজ না করতে পারে।
এ বিষয়ে জানার জন্য শিক্ষক বসুদেব শীলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ০১৯১৫৯৬৮৬৩৩ নম্বরের মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সত্য হলে শিক্ষক বসুদেব শীলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া নবধারা কে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.