টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ করেছেন।
আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার হেলিপ্যাড চত্ত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জি এর নির্দেশনায় ১৪ ইষ্ট বেঙ্গলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ এ ত্রান সামগ্রী তুলে দেন্।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,আটা,চিনি,ডাল,লবন,তেল,সাবান,হরলিক্স,প্রাকেট স্যুপ, টুথপেস্ট,হুইল পাউডার ও টয়লেট ক্লিনার।
এ সময় টুঙ্গিপাড়ার পৌর কাউন্সিলরগন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।