Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ছিনতাই মামলার ২ আসামি গ্রেফতার

নবধারা ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমামের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শেখ রাসেল পৌর শিশু পার্কের লেকপাড়ে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় মসজিদের ইমাম চারজনকে জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার ২ যুবক মোঃ আবদুল্লাহ (১৯) গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের কামাল শেখের ছেলে ও মহারাজ শেখ (১৯) শ্রীরামকান্দি উত্তরপাড়া গ্রামের ওসমান শেখের ছেলে। মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল।
মামলার বিবরণে জানা যায়, শেখ রাসেল পৌর শিশু পার্ক সংলগ্ন মসজিদের ইমাম মাহমুদুল হাসান আব্বাস বিকালে হাঁটতে বের হলে পার্কের লেকপাড়ে চার যুবক তাকে ঘিরে ধরে। আটক দুই যুবক ইমামের গলায় চাকু ধরে নগদ দুই হাজার টাকা ও একটি মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। তখন সেই ইমাম চিৎকার করলে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে দেয় ও বাকি দুই যুবক পালিয়ে যায়। ‌
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহামুদ বলেন, মঙ্গলবার সকালে আটক দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে। আর বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।